দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময়ের সিলেট প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেটের সাবেক চীফ রিপোর্টার নুরুল হক শিপুর বাড়িতে সাদা পোষাকধারীদের অভিযানের প্রতিবাদে সভা করেছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিকের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক। তিনি বলেন, নুরুল হক শিপু একজন পরিক্ষিত ও নিবেদিত সাংবাদিক। যিনি দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নেতৃত্বে আছেন এক যুগের কাছাকাছি। তিনি প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এবং টানা দুই মেয়াদে সফলভাবে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি তার যোগ্যতা এবং সাংবাদিকতার মেধায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক শিপুর রিপোর্টের একজন নিয়মিত পাঠক। সে তার সাংবাদিকতায় সাদাকে সাদা এবং কালোকে কালো বলেছে। অপরাধীদের বিরুদ্ধে কলম ধরতে কখনও পিছপা হয়নি। অতীতে পুলিশী নির্যাতনের শিকার হয়েছে। পাথর খেকোদের বিরুদ্ধে লিখতে গিয়ে হামলায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। তারই ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি তার বাড়িতে হেলমেটধারী অপরিচিত সন্ত্রাসীরা হানা দেয়। গত এপ্রিল মাসেও তার বাড়িতে সংঘবদ্ধভাবে অজ্ঞাতনামা আরো কয়েকজন সন্ত্রাসী হানা দেয় এবং তার মাকে হুমকিও দিয়েছে। এবার সাদা পোষাকধারীরা তার বাড়িতে অভিযান চালিয়েছে। একজন সাংবাদিক হিসেবে নুরুল হক শিপুর বাড়িতে বার বার এমন অভিযান এবং হানার ঘটনায় আমরা হতভম্ব। প্রকৃত ঘটনা আমাদের সামনে পরিস্কার না হলে এবং তাকে ও তার পরিবারকে অহেতুক হয়রানী বন্ধ না করলে দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
সভাপতির বক্তব্যে আশরাফুল ইসলাম ইমরান বলেন, আমরা আমাদের সাধারণ সম্পাদক নুরুল হক শিপুর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করলে জানতে পারি, নুরুল হক শিপু তার স্ত্রী-সন্তান এবং বাড়িতে থাকা মা, ভাই-বোনসহ সবাই সম্পূর্ণ নিরাপত্তাহীন রয়েছেন। এমন পরিস্থিতি বন্ধ না হলে কঠোর কর্মসূচী দেয়া ছাড়া আমাদের সামনে আর কোন পথ খোলা দেখছি না।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক সিনিয়র সহসভাপতি হুমায়ূন কবির লিটন, বর্তমান সহসভাপতি শিপন আহমদ, ক্রীড়া সম্পাদক শান্ত, দফতর সম্পাদক খায়রুল আলম রাহসান, নির্বাহী সদস্য সৌরভ, প্রেসক্লাব সদস্য রফিক, মনসুর আলী মাসুম প্রমুখ। বিজ্ঞপ্তি