সিলেট সুরমা ডেস্ক : দৈনিক আমাদের সময়ের সিলেট প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেটের চীফ রিপোর্টার সাংবাদিক নুরুল হক শিপুর বাড়িতে কালো পোষাকধারীদের হানার প্রতিবাদে ৪০ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মে) বাদ এশা কুচাই বাজার সংলগ্ন এলাকার মুরব্বি জুনেদ মিয়ার বাড়িতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চায়ত প্রধান সৈয়দ আলী আজম মুকুলের সভাপতিত্বে ও ইব্রাহিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক নুরুল হক শিপু অত্যান্ত ন¤্র ও ভদ্র ছেলে। সে একজন প্রতিভাবান সাংবাদিক। তার লেখনিতে শুধু আমাদের এলাকা নয় অন্যান্য এলাকার অপরাধ প্রবণতা অনেকটা দূর হয়েছে। তার ১৫ বছরের সাংবাদিকতায় কালো টাকা তাকে কলূষিত করতে পরেনি। এমন একজন নির্বিক সাংবাদিকের বাড়িতে বার বার অজ্ঞাতদের হানা এবং তার বৃদ্ধা মা ও ভাই বোনদের হয়রানী সত্যিই আমাদের অবাক করেছে। অবিলম্বে তার বাড়ীতে হয়রানী বন্ধ না হলে আমরা এলাকাবাসী সোচ্চার হবো। প্রয়োজনে পুরো এলাকা নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি জুনেদ আহমদ, মছলু মিয়া, আব্দুর রউফ দারা, শাহীন আহমদ, সিলেট সিটি করপোরেশনের ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন আহমদ, সাদেক আহমদ, পাখি মিয়া, হোজাফা আহমদ ভুট্টু, মিন্টু, তালহা আহমদ, হায়দর আলী, আব্দুল আলীমসহ এলাকার বিশিষ্ট মুরব্বি, যুবসমাজ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি