মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাহমিনা বেগম ও গীতা পাঠ করেন অজন্তা রানী বৈদ্য। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদ আলী। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজন বিহারি দাস বিশেষ অতিথির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী, সিনিয়র সহকারী শিক্ষক মহিবুর রহমান, সহকারী শিক্ষক কিশোলয় মুখার্জি, বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্য রাফিক মিয়া। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তামজিদা বেগম ও মিনহাজ উদ্দিন। এ সময় মিহির কান্ত দাস সহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করেন বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মহিবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর থেকে মোট ১২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।