• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের অনেক এলাকায়

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৪
শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের অনেক এলাকায়

বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার সাড়ে সাত ঘণ্টা সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পর সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।  বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এ তথ্য জানান।  বিউবো সূত্রে জানা গেছে, সিলেটের ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং সঞ্চালন লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নগরের কুশিঘাট, নয়াবস্তি, সোনাপুর, মীরেরচক, মুক্তিরচক, শাহপরান থানা, মুরাদপুর, ক্যান্টনমেন্ট বাইপাস, পীরেরচক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।  সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রকৌশলী শামছ-ই-আরেফিন।  তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে মেরামত ও সংরক্ষণকাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।