• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

জুড়ীতে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৪
জুড়ীতে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

মৌলভীবাজারের জুড়ীতে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেছে সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশন। শনিবার জায়ফর নগর ইউনিয়নের বিশ্বনাথপুর দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এসব কম্বল বিতরণে প্রধান অতিথি ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম। সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জাহাদুল ইসলামের সভাপতিত্বে ও কোয়াব জুড়ীর শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন তানিমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, শিক্ষানুরাগী তুতিউর রহমান তোতা, সাব ইন্সপেক্টর মইনুল ইসলাম, দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ রফিকুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ ওবায়দুর রহমান, মডার্ন মেডিকেল সেন্টারের পরিচালক আল আমিন তালুকদার, সাংবাদিক সাইফুল ইসলাম, এএসআই সহিদুর রহমান পাবেল প্রমুখ।