• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নগরীর ছড়ারপারে মুনিম বাহিনীর হামলা ভাংচুর লুটপাট

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৩
নগরীর ছড়ারপারে মুনিম বাহিনীর হামলা ভাংচুর লুটপাট

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ১৪ নং ওয়ার্ডের মোতাওয়াল্লি ভিলা নামের একটি বাসায় হামলা ও ভাংচুর হয়েছে। বাসিন্দা মোঃ আব্দুল গাফফার সাফির অভিযোগ ক্ষমতাসীন স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম তার বাহিনী দিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করিয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে ছড়ার পার এলাকার সুগন্ধা-১ নং বাসায় এ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন সাফির মা শাহনাজ পারভীন খাঁন কুইন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী সুগন্ধা-১ নং বাসায় জোরপূর্বক ঘরে প্রবেশ করে সাফিকে খুঁজতে থাকে। এসময় সাফির মা তাদেরকে কারণ জিজ্ঞেস করলে তারা কোন জবাব না দিয়েই বাসায় ভাংচুর চালায়। ছেলে ঘরে নেই জানালে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। শাহনাজ পারভিনকে ঘরের খুটির সাথে বেধে রাখে। তখন কাউন্সিলর মুনিম ধামকি দিয়ে বলেন, তার বিরুদ্ধে পুলিশের কাছে কে অভিযোগ করেছে? কার এতোবড়ো সাহস? একথা বলে একটি কাগজ বের করে তাতে সাফির সাক্ষর এনে দেয়ার জন্য মা শাহনাজকে চাপ দেন। ফোনে সাফিকে ডেকে আনার জন্য বলেন। তখন সাফি কোথায় আছে তা জানেননা বললে সন্ত্রাসীরা শাহনাজকে মারধর করে এবং ঘরে ব্যাপক ভাংচুর চালায়। প্রায় আধা ঘন্টা যাবত বাসায় তচনচ ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। যাবার সময় ধামকি দিয়ে যায়-সাফিকে এনে কাগজে দস্তখত করিয়ে দিতে হবে। নইলে সাফিকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। সন্ত্রাসীরা চলে গেলে প্রতিবেশীরা শাহনাজ পারভীনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে তিনি শংকামুক্ত রয়েছেন।
আহত শাহনাজ পারভীন খাঁন কুইন অভিযোগ করেন, তার বাসা দখলের জন্য স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে এ হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করে আরও বিপদে পড়েছি। জীবনের কোন নিরাপত্তা নেই। ছেলের জীবন নিয়ে বড়ই দুশ্চিন্তায় আছেন তিনি। কে রক্ষা করবে তাদের।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরের সাথে মোবাইল ফোনে বারাবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। কেউ ফোন রিসিভ করেনি।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ধরনের কোন ঘটনা তারা জানেন না। কেউ অভিযোগও নিয়ে আসেনি। অভিযোগ পেলে দেখা যাবে।