• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ইউনিমার্টের সামনে আগুন, অল্পের জন্য রক্ষা

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৪
সিলেটে ইউনিমার্টের সামনে আগুন, অল্পের জন্য রক্ষা

মঙ্গলবার হঠাৎ করেই সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগে যায়। আম্বরখানায় সুপারস্টোর ইউনিমার্ট’র সামনে এমন ঘটনা ঘটে। তবে অল্পের জন্য অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে ইউনিমার্ট। আগুনে বিপুল পরিমাণ বিদ্যুতের তার পুড়ে গেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর আম্বরখানা এলাকায় ইউনিমার্ট লাগোয়া একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর আম্বরখানা এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিকট শব্দে বৈদ্যুতিক খুঁটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বিদ্যুতের তারে আগুন ছড়িয়ে পড়ে। এতে বিপুল পরিমাণ তার পুড়ে যায়। বৈদ্যুতিক খুঁটিটি সুপারস্টোর ইউনিমার্টের ঠিক লাগোয়া। আগুনের মাত্রা আরও অল্প বাড়লেই ইউনিমার্টে ছড়িয়ে পড়তো বলে জানান স্থানীয়রা। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমে দায়িত্বরত সদস্য মেহেদী হাসান বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।