• ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা শাবান, ১৪৪৬ হিজরি

সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৪
সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়কে খ-কালীন এবং অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ করেছেন।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এম আহসান কিবরিয়া সিদ্দিক স্বাক্ষরিত এক সার্কুলার অনুযায়ী, সজীব ওয়াজেদ জয়কে রুলস অফ বিজনেস, ১৯৯৬ এর ৩ (বি) (১) এর অধীনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশ ও পরামর্শ অনুযায়ী জয় তার দায়িত্ব পালন করবেন।