• ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৬ হিজরি

রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন, নিহত বেড়ে ৫

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৪
রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন, নিহত বেড়ে ৫

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে ট্রেনটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকায় কমলাপুর রেল স্টেশনে আসছিল। ধীর গতিতে চলন্ত অবস্থায়ই ট্রেনটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর ট্রেনের একটি বগিতে প্রথম আগুন জ্বলতে দেখা যায়। এরপর একে একে চারটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১১টায় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধার হয়েছে। কে বা কারা এটা করেছে, তা উদঘাটনের চেষ্টা হচ্ছে। এর আগে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনের এই ঘটনায় চারজন নিহত হয়েছেন। আরও কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর পুড়ে যাওয়া বগিগুলোতে তল্লাশি চালান ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তারা পুড়ে যাওয়া বগিগুলোর ভেতর থেকে একে একে চারটি মরদেহ উদ্ধার করেন। বগিগুলোর ভেতরে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। জানা গেছে, নিহত পাঁচজনের মধ্যে দুটি শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে চার প্লাটুন আনসার মোতায়েনএদিকে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে সাহায্য করা ও নিরাপত্তা জোরদার করতে চার প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে ট্রেনটিতে দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয়। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছার অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনটিতে আগুন দেয় দুষ্কৃতকারীরা। সেখানে আগুন নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) এক প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের তিন প্লাটুন আনসার জরুরি ভিত্তিতে মোতায়েন করা হয়। প্রসঙ্গত, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর হরতাল-অবরোধের মধ্যে গত দু’মাসে প্রায় তিনশ যানবাহনে নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে একাধিক স্থানে ট্রেনে আগুন দেয়া এবং রেললাইন কেটে রাখার কয়েকটি ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।