• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দাউদপুরে যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনায় বিএনপি ছাত্রদল ও জামায়াতের ১৫ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২, ২০২৩
দাউদপুরে যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনায় বিএনপি ছাত্রদল ও জামায়াতের ১৫ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুরে গত ৩১ অক্টোবর যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনায় বিএনপি ছাত্রদল ও জামায়াতের ১৫ নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অপরাধে  মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার এএসআই কামাল হোসেন গতাকাল ১ নভেম্বর এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, বলদী গ্রামের ইকবাল আহমেদের পুত্র বিএনপি নেতা কুহিনুর, সিলাম মাঝপাড়া গ্রামের শফিক উদ্দিনের পুত্র বিএনপি নেতা তাজুল ইসলাম, একই গ্রামের বাদশাহ মিয়ার ছেলে বিএনপি নেতা আলী আছকর,রমিজ আলীর ছেলে ছাত্রদল নেতা আব্দুল কুদ্দুস, রাখালগঞ্জ দৌলতপুর গ্রামের ফারুক আহমেদের পুত্র ছাত্রদল নেতা মারজানুর রহমান রিপন, দাউদপুর গ্রামের হিরন আহমেদের ছেলে ছাত্রদল নেতা নজমুল হাসান, গোটাটির মাঝপাড়ার ইন্তাজ আলীর ছেলে ছাত্রদল নেতা ইব্রাহীম পাটোয়ারী, জামায়াতে ইসলামীর দক্ষিণ সুরমা শাখার সদস্য হাজী ইমরোজ, তারেক, মনির, রুস্তুম, ইমন, নজির, কামাল প্রমুখ। মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম। উল্লেখ্য, বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সিলেটে একটি যাত্রীবাহী বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সকাল আটটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধ সমর্থকেরা ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটিতে ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ১০ থেকে ১৫টি মোটরসাইকেল নিয়ে হেলমেট পরে একদল লোক এসে বাসে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় তারা একটি টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয়। ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করেন অবরোধ-সমর্থকেরা।