• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট-৩ আসন : হাবিবুব রহমান হাবিব এমপি’র প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৩
সিলেট-৩ আসন : হাবিবুব রহমান হাবিব এমপি’র প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

শেখ হাসিনার জনসভাকে
জনসমুদ্রে পরিণত করতে হবে
——–হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমি পূণরায় নির্বাচিত হলে সিলেট-৩ নির্বাচনী এলাকার জনগণের সম্মান ও মর্যাদা অক্ষুণ রাখবো। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে পুণরায় আওয়ামীলীগের প্রতীক ও স্বাধীনতার প্রতীক নৌকা দিয়ে নির্বাচন করার সুযোগ দিয়েছেন, এজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। তিনি ২০ ডিসেম্বর আজ বুধবার সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
তিনি ১৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমার বঙ্গবীররোড চন্ডিপুলে দ্বাদশ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকার মার্কা ও তাঁর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড শামীম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড নিজাম উদ্দিন পিপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড সালেহ আহমদ হীরা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য শহিদুর রহমান শাহিন, এড বদরুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক সদস্য হাজী মঈনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজ্জাক হোসেন, আব্দুর রব, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক বদরুল ইসলাম, বশির মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক হাজী আতিকুর রহমান, ত্রাণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক আহমদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সুরঞ্জিত দাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিছবাহ আহমদ তালুকদার, সিসিকের ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, সিলাম ইউপি চেয়ারম্যান ওলিদুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েস আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য সেলিম আহমদ, লিয়াকত আলী, ছালেহ আহমদ শাহীন, কয়েছ আহমদ, জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুহেল আহমদ কর্নেল, জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম তুহিন, প্রবাসী আওয়ামীলীগ নেতা সেবুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্বাছ আলী, জাতীয় শ্রমিকলীগ দক্ষিণ সুরমা উপজেলার কার্যকরি সভাপতি মোঃ কিবরিয়া আহমদ অপু, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন।
দোয়া পরিচালনা করেন লাউয়াই জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোজাহিদুল ইসলাম চৌধুরী । অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি