• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৩
সিলেটে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর প্রতীক কেটলি মার্কার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ২টায়
জকিগঞ্জ পৌর শহরের স্বাধীনতার প্রথম মুক্তাঞ্চল চত্তরে কেটলি মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যালয় উদ্বোধন করেন কেটলি মার্কার প্রতিনিধি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী। উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ কুতবুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুশাহিদ আহমদ কামালী, ফুলতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা রায়হান আহমদ চৌধুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ তাপাদার, পৌর আল ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান, পৌর কাউন্সিলর রুহুল আমিন রিপন। একইদিনে জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজার, কালিগঞ্জ বাজার, আটগ্রাম স্টেশন এবং কানাইঘাটের সড়কের বাজারে আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়।