• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জকিগঞ্জে থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে ‘চোর’

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৩
জকিগঞ্জে থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে ‘চোর’

সিলেটের জকিগঞ্জ থানা হাজতের ভেন্টিলেটর ভেঙ্গে এক আসামি পালিয়ে গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।  পলাতক রাসেল আহমদ রাসু (২৪) দুর্ধর্ষ চোর বলে জানিয়েছে পুলিশ। চুরির মামলায় বুধবার ভোর ৭টায় বিলেরবন্দ এলাকা থেকে তাকে আটক করে থানা হাজতে রাখে পুলিশ। ১০টার দিকে পুলিশ টের পায় হাজতের ভেন্টিলেটর ভেঙ্গে রাসু পালিয়ে গেছেন।  রাসেল আহমদ রাসু জকিগঞ্জ পৌর এলাকার বিলের বন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রাসেল আহমদ রাসু চোর চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি, ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে ছোট ছিদ্র দিয়ে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়ে থাকেন। তার বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। এদিকে পুলিশতাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।জকিগঞ্জ থানার ওসি মো.জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পালানোর বিষয়টি স্বীকার করে বলেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। কিছু সময়ের মধ্যে তাকে আটক করতে সক্ষম হবে পুলিশ।