• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৩
আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে এমন আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিলেট-১ আসনে পুণরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো সিলেট আসেন এ আসনের বর্তমান সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দল এবং আমার সভানেত্রী আমাকে মনোনিত করেছেন। আমি আপনাদের কাছে প্রার্থনা চাইবো যাতে আমি নির্বাচনে জয়ী হয়ে সিলেটবাসীর সেবায় আন্তরিক ভাবে কাজ করতে পারি। নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে এ আশা ব্যাক্ত করেন তিনি। বিমানবন্দরে সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল ছাড়াও কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।