• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাঁদা না পেয়ে টিলাগড়ে দোকান ভাংচুর, মারধর

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৩
চাঁদা না পেয়ে টিলাগড়ে দোকান ভাংচুর, মারধর

নগর সংবাদদাতা
দাবিকৃত চাঁদা না পেয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রীনিবাস সংলগ্ন একটি স্ন্যাক্সবারে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা দুইজনকে পিটিয়ে আহত করেছে। ঘটনার পর স্থানীয়রা মিমাংসা করে দিলেও উত্তেজনা ও আতংক বিরাজ করছে প্রতিষ্ঠানটি স্বত্ত্বাধিকারী মো: নুরুজ্জামান ও তার কর্মচারীদের মধ্যে। জানাযায়, নগরীর টিলাগড়ে এমসি কলেজ ছাত্রী হোস্টেল সংলগ্ন স্থানে ‘আয়েশা ¯স্ন্যাক্সবারে এন্ড জুস কর্ণার’ নামে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিলেন মো: নুরুজ্জামান। অল্পকদিনেই ব্যবসায় আশানুরুপ সফলতা পাওয়ায় কুনজরে পরে বালুচর এলাকার সন্ত্রাসী বাবুল, কালাম সহ কয়েকজনের। তারা প্রায়ই দোকানে এসে খেয়ে বিল না দিয়েই চলে যেত। বিষয়টি কর্মচারীরা দোকান মালিক মো: নুরুজ্জামানকে জানালে তিনি এসব চিহিৃত সন্ত্রাসীদের বিল না দেবার কারণ জিজ্ঞাসা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা জানায় এই এলাকায় ব্যবসা করতে হলে প্রতি মাসে চাঁদা দিতে হবে। এ অবস্থায় নুরুজ্জামান অপরাগতা প্রকাশ করলে গত দুশরা ফেব্রুয়ারি ২০২৩ ইং সালে রাতে দোকানে এসে ভাংচুর করে এবং প্রতিষ্ঠানটির কর্ণধার মো: নুরুজ্জামান সহ তার এক কর্মচারীকে আহত করে। বিষয়টি নিয়ে পরদিন থানায় অভিযোগ দায়ের করতে চাইলে স্থানীয় কয়েকজন মুরুব্বী বিষয়টি সুরাহা করে দিবেন বলে আশ্বাস দেন। এ অবস্থায় নুরুজ্জামান সহ তার কর্মচারীরা ব্যবসা পরিচালনার বিষয়টি নিয়ে মারাত্মক উদ্বেগের মধ্যে রয়েছে। এছাড়া আরো বড়ধরনে ক্ষতির আশংকা প্রকাশ করছে।