নগর সংবাদদাতা
দাবিকৃত চাঁদা না পেয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রীনিবাস সংলগ্ন একটি স্ন্যাক্সবারে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা দুইজনকে পিটিয়ে আহত করেছে। ঘটনার পর স্থানীয়রা মিমাংসা করে দিলেও উত্তেজনা ও আতংক বিরাজ করছে প্রতিষ্ঠানটি স্বত্ত্বাধিকারী মো: নুরুজ্জামান ও তার কর্মচারীদের মধ্যে। জানাযায়, নগরীর টিলাগড়ে এমসি কলেজ ছাত্রী হোস্টেল সংলগ্ন স্থানে ‘আয়েশা ¯স্ন্যাক্সবারে এন্ড জুস কর্ণার’ নামে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিলেন মো: নুরুজ্জামান। অল্পকদিনেই ব্যবসায় আশানুরুপ সফলতা পাওয়ায় কুনজরে পরে বালুচর এলাকার সন্ত্রাসী বাবুল, কালাম সহ কয়েকজনের। তারা প্রায়ই দোকানে এসে খেয়ে বিল না দিয়েই চলে যেত। বিষয়টি কর্মচারীরা দোকান মালিক মো: নুরুজ্জামানকে জানালে তিনি এসব চিহিৃত সন্ত্রাসীদের বিল না দেবার কারণ জিজ্ঞাসা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা জানায় এই এলাকায় ব্যবসা করতে হলে প্রতি মাসে চাঁদা দিতে হবে। এ অবস্থায় নুরুজ্জামান অপরাগতা প্রকাশ করলে গত দুশরা ফেব্রুয়ারি ২০২৩ ইং সালে রাতে দোকানে এসে ভাংচুর করে এবং প্রতিষ্ঠানটির কর্ণধার মো: নুরুজ্জামান সহ তার এক কর্মচারীকে আহত করে। বিষয়টি নিয়ে পরদিন থানায় অভিযোগ দায়ের করতে চাইলে স্থানীয় কয়েকজন মুরুব্বী বিষয়টি সুরাহা করে দিবেন বলে আশ্বাস দেন। এ অবস্থায় নুরুজ্জামান সহ তার কর্মচারীরা ব্যবসা পরিচালনার বিষয়টি নিয়ে মারাত্মক উদ্বেগের মধ্যে রয়েছে। এছাড়া আরো বড়ধরনে ক্ষতির আশংকা প্রকাশ করছে।