কোম্পানীগঞ্জ প্রতিনিধি :::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশ অবৈধ অস্ত্র ও মাদকসহ ৩ জনকে আটক করেছে। নিজস্ব সোর্সের মাধ্যমে খবর পেয়ে গতকাল বুধবার (১৫ মার্চ) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভোলাগঞ্জ সীমান্ত এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
ভারত থেকে আসা চুনাপাথর বোঝাই ট্রাক বহরের মধ্য থেকে ৩টি ট্রাকে তল্লাশি চালিয়ে দুইটি রিভলবার, ১ শ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। এই ট্রাকের মালামাল কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ গ্রামের মোছা. রহিমা বেগম (মমতাজ)-এর মালিকানাধীন ব্যবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের জানা গেছে। এ ঘটনায় রহিমার স্বামী মো. রিয়াজ উদ্দিনও জড়িত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
তবে ৩টি ট্রাকের চালককে আটক করতে পারলেও পুলিশ এখনো রহিমান ও রিয়াজকে আটক করতে পারেনি। আটক ৩ ট্রাক চালক হলেন- আখালি দাস, বিজয় মন্ডল ও সুনিল দাশ। তারা তিনজন ভারতীয় নাগরিক।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, আমরা জানতে পেরেছি- মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ (এলসি নম্বর ০২১৮২২০১০ ও আমদানি সনদ নম্বর আই.আর.সি-২৬০৩৯১১১০০৬২৬১৯) ভোলাগঞ্জ গ্রামের মোছা. রহিমা বেগম (মমতাজ) ও তার স্বামী মো. রিয়াজ উদ্দিনের মালিকানাধীন ব্যবসায়ীক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত থেকে চুনাপথর নিয়ে আসা হয়। গতকালও চুনাপাথর আসছিলো। কিন্তু আমরা সংবাদ পাই, ট্রাক বহরের মধ্যে তাদের ৩টি ট্রাকে অস্ত্র ও মাদকদ্রব্য আছে। পরে আমরা অভিযান চালিয়ে ঠিকই দুইটি রিভলবার, ১ শ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা পাই। পরে অবৈধ মালামাল ও ট্রাকসহ ৩ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র চোরাচালান আইনে পৃথক দুটি মামলা দায়ের করবে।
মামলা দায়েরের পর মূল অপরাধী রহিমা ও রিয়াজকে গ্রেফতারে জোর প্রচেষ্টা চালাবে পুলিশ।