• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে : পররাষ্ট্রমন্ত্রী

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৩
আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে : পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলের চলমান সংঘর্ষ বাংলাদেশে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে সিলেটের শিবের বাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ইসরায়েলের সাথে আমাদের কোন ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। আমরা তাদের স্বীকৃতি দেয়নি। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব ধাক্কা খাবে। সেই ধাক্কায় কিছু অসুবিধা হতে পারে।

মন্ত্রী বলেন, আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল ২টি আলাদা রাজ্য না হলে সেখানে শান্তি আসবে না।