• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজনগরে দূর্গা পুজায় সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৪, ২০২১

রাজনগর সংবাদদাতা: মৌলভীবাজার জেলার রাজনগর থানায় দূর্গা পুজায় সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে সংখ্যালগু পরিবারের বসত বাড়িতে হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। কতকাল বুধবার বিকেলে রাজনগর থানার যোগীকোনা গ্রামের বাসিন্দা বাবু বিজয় কৃষ্ণ দাশ এর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন। এলাকাবাসীর সূত্রে জানা যায়, দূর্গাপূজায় সাম্প্রদায়িক সংঘর্ষে আহত হন মো: জাকির মিয়া নামের এক ব্যক্তি। পরে চিকিৎসাধীন অবস্থায় মো: জাকির মিয়া গতকাল মারা গেলে তার আত্মীয়- স্বজন সহ একই গ্রামের প্রায় অর্ধশত লোক যোগীকোনা গ্রামের “একতা উদ্দীপ্ত সনাতন সংঘ” এর সাধারন সম্পাদক বাবু বিজয় কৃষ্ণ দাশের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন। বিজয় কৃষ্ণ দাশ এর বক্তব্য নেওয়ার জন্য খোঁজ করা হলে তাকে বা পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। এ ঘঠনায় এলাকার সংখ্যালগু সম্প্রদায়ের পরিবারগুলোর মধ্যে আতংক বিরাজ করছে।