নাঈম আহমেদ :: ব্রিটেনের সময় শনিবার বিকেলে নতুন রাজা হিসেবে চার্লসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করে একসেশন কাউন্সিল। পরে রাজার ঘোষনা পত্র পাঠ করেন রাজা তৃতীয় চার্লস। ঐতিহাসিক সেই মুহুর্তের সাক্ষী হতে সেই সময় ‘গার্টার কিং অব আর্মস’ হলের সামনে লক্ষ লক্ষ ব্রিটিশ নাগরিক উপস্থিত ছিলেন। চার্লসকে রাজা ঘোষণা করার আগে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে রানীর আনুষ্ঠানিক মৃত্যু ঘোষণা করা হয়। এরপরে প্রয়াত রানীকে শ্রদ্ধা জানান রাজা তৃতীয় চার্লস। সেই সময় উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ। অভিষেক অনুষ্ঠানের অংশ হিসেবে লন্ডনের হাইট পার্ক এবং টাওয়ার অব লন্ডন থেকে তোপধ্বনি করা হয়। রানীর মৃত্যুতে অর্ধনমিত পতাকা গোল উত্তোলন করা হয় নতুন রাজার সম্মানে। রবিবারের পরে আবারো পতাকা গোল অর্ধনমিত করা হবে। অন্যদিকে রাণীর মৃতদেহ এখনো স্কটল্যান্ডের এবারডিনের বার্মোরাল ক্যাসালে আছে। সেখান থেকে রবিবার স্কটল্যান্ডের রাজধানী এডিনবারার সেন্ট জেইন্স কেটেড্রালে নিয়ে আসা হবে। সেখানে দুই দিন শ্রদ্ধা জানানোর পরে সোমবার লন্ডনের রাজকীয় প্রসাদ বাকিংহাম পেলেসে নিয়ে আসা হবে। রানী অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যে ব্রিটিশ সরকার দশ দিনের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেছে।