• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জেলা ছাত্রলীগ সভাপতি নিপু দখল করলেন ডাক্তারের বাসা

sylhetsurma.com
প্রকাশিত মে ১৪, ২০১৬

মো: আমিন উদ্দিন
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদ নিপুর দখল করে নিলেন এক ডাক্তারের বাসা। নগরীর বালুচরস্থ ফোকাস ১৭৬ নং বাসার মালিক ডা. আজিজ মিয়া। প্রায় ৮ মাস আগে ডা. আজিজের ওই বাসাটি ভাড়া নেন হিরণ মাহমুদ নিপু। বাসায় ওঠার পর থেকে ভাড়া পরিশোধ করেননি নিপু। উল্টো ভাড়া চাইলে তাকে হুমকি দিয়ে আসছেন। বাসার ভাড়া তিনি কখনও দিবেন না। বাসা তার নামে লিখে না দিলে প্রাণে হত্যা করবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি।
এ ব্যাপারে অসহায় ডাক্তার আজিজ মিয়া জানান, সম্পদের চেয়ে প্রাণের মূল্য অনেক বেশি। তিনি অনেক দিন ধরে নিপুর দখল থেকে বাসা উদ্ধারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু কোন লাভ হয়নি। বরঞ্চ তিনি এখন নিজের ও তার পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে আশংকা নিয়ে দিন কাটাচ্ছেন। হিরণ মাহমুদ নিপু যেন এখন ডা. আজিজ তথা বালুচরবাসীর কাছে একটি আতংকের নাম। হিরণ মাহমুদ নিপুর বাসায় সারা রাত ক্যাডারদের আড্ডা চলে এবং প্রায় রাতেই নিপু ভোর পর্যন্ত দলবল নিয়ে বালুচর এলাকায় মহড়া দেয়। মধ্যরাতে এভাবে দলবল নিয়ে মহড়া দিলেও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসী জানিয়েছে। ডাক্তারের বাসা উদ্ধারে করণীয় এবং বালুচরবাসী নিপুর সন্ত্রাসী কার্যকলাপ থেকে মুক্তি পেতে শিগগিরই একসঙ্গে বসে তাদের কর্মসূচী নির্ধারণ করবে বলে জানা গেছে।
খোজ নিয়ে জানা যায়, নিপুকে নিয়ন্ত্রণ করার মতো সিলেটে আর কেউ নেই। এখন মহানগরীতে নিপু একাই একশ। সিলেটে বিশাল প্রভাব বিস্তার করে আছে নিপু গ্রুপ, নিপু বাহিনী। কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ ও সরকারি কলেজ ক্যাম্পাস নিয়ন্ত্রণে রয়েছে নিপুর সশস্ত্র ক্যাডার বাহিনী। এসব ক্যাম্পাসে নিয়মিত অস্ত্রের মহড়া দেয় নিপু বাহিনী। সিলেট নগরীর টিলাগড়, বৃহত্তর বালুচর ও আশপাশ এলাকার ভূমি ক্রয়-বিক্রয়, বাসাবাড়ি নির্মাণেও তাকে চাঁদা দিতে হয়। তার দাপটে এলাকার প্রবাসীসহ সাধারণ লোকজন অনেকটা অসহায়। কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, সরকারি কলেজসহ বিভিন্ন দফতরে টেন্ডারবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও এসব প্রতিষ্ঠানে ঠিকাদাররা কাজ করতে হলে তাকে চাঁদা দিতে হয়। নিপু তার এসব কাজ কর্ম চালান তার নিজস্ব ক্যাডার দ্বারাই। এদের মধ্যে সেলিম আহমদ ওরফে লন্ডনী সেলিম, কবির আহমদ, লোকমান, শিপু, রুজেল আহমদ, ডায়মন্ড, তারেক আহমদ, কয়েস আহমদ, মাইদুল, বদরুল, মনির আহমদ ইমনসহ ৪০/৫০ জনের বিশাল গ্রুপ রয়েছে।
তবে এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন দাবি করে এ প্রতিবেদকের কাছে অভিযুক্ত হিরণ মাহমুদ নিপু বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়ে প্রতিপক্ষ মিথ্যাচার করছে। আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না।