স্টাফ রিপোর্টার :::
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে নানা কর্মসুচি পালিত হচ্ছে। বিভিন্ন স্থানে শুক্রবারও বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব প্রতিবাদ কর্মসূচিতে নির্মম এ হত্যাকা-ের তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
সদর উপজেলা ছাত্রদল: ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবারার ফাহাদ হত্যার প্রতিবাদ- কঠোর শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট সদর উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার তেমুখী এলাকায় উক্ত মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সায়েমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মিসবাহ শিহাব-কামরান উদ্দিন অপুর যৌথ পরিচালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা। মিছিল ও সমাবেশে উপস্থিত ও বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মামুন আহমদ মুন্না, রুকনুল ইসলাম শামীম, কামরান আহমদ, জাহাঙ্গীর আহমদ, হালিম আহমদ, নোমান আহমদ, গিলমান আহমদ, লায়েক
আহমদ, জয় হোসেন, ওলি আহমদ জুবেদ, জিলানী, আব্দুল আহাদ আজাদ, দিলোয়ার হোসেন, কাওছার, মিশফাকুল আলম জুবেল, শাকিল, রিয়াদ, কামরান, রায়হান, হাসনাত, রতন, মাসুদ, মাছুম, আব্দুল্লাহ, সুমন আব্দুর রহমান, বিকাশ, ফয়েজ আহমদ, মিন্টু, ফাহিম, রায়হান, তাওহিদ, রেদওয়ান, মোহাম্মদ আলী, গোলাপ, জসিম, সুবেল প্রমুখ। এদিকে সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে একই দাবিতে শহরতলির বিমানবন্দর এলাকাতেও সদর উপজেলা ছাত্রদলের পৃথক আরেকটি বলয় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে। বৃহস্পতিবার দুপুরে শহরতলী এয়ারপোর্ট ধোপাগুল সড়কে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধোপাগুল সদর উপজেলা শহীদ মিনার পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা- আবরার ফাহাদ হত্যাকারী ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের ফাঁসির দাবি জানানো হয়। সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ শাহিন এর সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দাইফুর রহমান মাসউদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহিদ হোসেন টিটু, মিজানুর রহমান, জাবেদ আহমদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ সোলেমান আহমদ, রেজাউল কাদির রেজা, নজরুল ইসলাম সুমন, এবি শিহাব, ল’ কলেজ ছাত্রদল নেতা শাহিন আহমদ, সদর উপজেলা ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান, জসিম উদ্দীন, সালা উদ্দীন ইমরান, ইসরাক আহমদ, আতিকুর রহমান, ১ নম্বর জালালাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাছুম আহমদ, সদর উপজেলা ছাত্রদল নেতা, রায়হান আহমদ কামরান, মোহাম্মদ আলি হিরা, নাজমুল ইসলাম নাঈম, আতিকুর রহমান, সানী আহমদ, লুৎফুর রহমান, ওলিউর রহমান, জাকির আহমদ, মুর্শেদ আহমদ, হাবিব আহমদ, কামরান আহমদ, শিপন আহমদ প্রমুখ। -প্রেসরিলিজ
রাসেল আহমদ, বাতির আহমদ, শামীম আহমদ, সাজ্জাদ হোসেন, কাওছার আহমদ, কয়েছ আহমদ, সিদ্দিকুর রহমান, রুবেল আহমদ, সুহেল আহমদ, বাচ্চু মিয়া, মনি আহমদ, আমীর আহমদ, ইয়ামিন আহমদ, সিদ্দিকুর রহমান প্রমুখ।-
বড়লেখা
আমাদের বড়লেখা প্রতিনিধি জানান, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও ঢাকসু কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শুক্রবার বাদ আসর বড়লেখা পৌরশহরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। উপজেলা তালামীযের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আনজুমানে আল-ইসলাহ্ বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল মুমিত, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক মো. নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমানুর রহমান, সদর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নূর উদ্দিন ও উপজেলা তালামীযের সহসভাপতি রুহুল আমিন রুহেল।
বিশ্বনাথ
আমাদের বিশ্বনাথ প্রতিনিধি জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমনের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য শাহ আমির উদ্দিনের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য জিল্লুর রহমান জিলু, নাজিম উদ্দিন, আবদুল বাছির, সাঈদ আহমদ, জাকির মিয়া, ছাত্রদল নেতা আবদুর রহমান, আবদুল মুমিন, দুলাল আহমদ, আবদুল কাইয়ুম, ছাত্রদলের বিশ্বনাথ সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম জুনেদ, লামাকাজী ইউনিয়ন শাখার সভাপতি জুবায়ের আহমদ শিবলু, অলংকারী ইউনিয়ন শাখার সভাপতি দিলোয়ার হোসেন, রামপাশা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাজন খান, দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল খান, দেওকলস ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমির আলী, দশঘর ইউনিয়ন শাখার সভাপতি নিজাম উদ্দিন, ছাত্রদল নেতা কবি এসপি সেবু, সহির আহমদ, রায়হান আহমদ, শেখ সোহাগ, আবদুল্লাহ আল মামুন, আরফি রহমান, সানুর আলী, লায়েক আহমদ, আবদুল ওদুদ, ফয়ছল আহমদ, রুমন আহমদ, আবদুল বাছিত, সগির আলী, সাইদুর রহমান, দিলোয়ার হোসেন সজিব, আমজাদ আহমদ, মোহাম্মদ শাকিল মিয়া প্রমুখ।
ছাত্রদলের ব্যানারে আয়োজিত অপর একটি বিক্ষোভ মিছিল ও সভায় উপজেলা ছাত্রদলের সদস্য আবদুর রহমান খালেদের সভাপতিত্বে ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফাহিম আহমেদ, জুনেদ আহমেদ, ছাত্রদলের খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদল নেতা আবিদ উদ্দিন নিজাম, জাকারিয়া খান, দিলোয়ার হুসেন, আরিফুল ইসলাম আরিফ, ইমরান মাহমুদ, আখতার আহমেদ, বকুল আহমেদ, নাজিম উদ্দিন, ইমরান মাহমুদ, পংকি মিয়া, দিলোয়ার আহমদ, শাহিনুর পাশা, সালমান আহমেদ, মনোয়ার হুসেন, মেহেদি হাসান মামুন, কামরুল ইসলাম, লিটন আহমেদ, আশিক মিয়া, সুহিন আহমেদ, রাজু আহমেদ, মিজান আহমেদ, নয়ন আহমেদ, ইমরান আহমেদ, সাজন আহমেদ, রুবেল আহমেদ প্রমুখ।