• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নগরীর সুবিদবাজারে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণকালে আটক ৪

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৩
নগরীর সুবিদবাজারে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণকালে আটক ৪

স্টাফ রিপোর্টার: আসন্ন নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ কালে পুলিশ চারজনকে আটক করেছে। নগরীর সুবিদবাজার থেকে তাদেরকে আটক করা হয়।   জানা যায়, ছাত্রদল কর্মীরা আজ সকাল ১০টায় সুবিদবাজার পিটিআই স্কুলের সামনে জড়ো হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিরোধী লিফলেট বিতরন করছিল। এসময় পুলিশ তাদেরকে ধাওয়া করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সুবিদবাজারস্থ নুরানী আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায় এবং সেখান থেকে বিপুল পরিমান নির্বাচন বিরোধী লিফলেট, একটি দেশীয় পিস্তল, ২টি ছোরা ও ৫টি লোহার রড উদ্ধার করে।
উক্ত ঘটনায় এসআই মনিরুজ্জামান বাদী হয়ে আটককৃত এমসি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো: জাকির হোসেন খাঁন, সাহিত্য সম্পাদক বকুল ও ছাত্রদল কর্মী সালেহ এবং কলিম সহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলা নং ২৮/১২৬। তারিখ: ২৩/১২/২০১৩ ইং।   মামলার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার মিডিয়া অফিসার জানান, আসামীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছিল। জননিরাপত্তা বিপন্ন সহ বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। অভিযুক্ত অন্যান্য আসামীদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে।