• ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আবারো জলমগ্ন সিলেট নগরী

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ৪, ২০১৮
আবারো জলমগ্ন সিলেট নগরী

আব্দুল হালিম ::::
আবারো জলমগ্ন হয়েছে সিলেট নগরী। নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টিতে হাটু পানি উঠেছে। এতে করে নগরবাসীর মধ্য দুর্ভোগ চরমে পৌঁছে। জলাবদ্ধতার বিভিন্ন স্থানে সড়কে যানবাহন আটকে দেখা দেয় যানজটও। মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গতকাল দুপুরের পর থেকে নগরীতে ভারি বর্ষণ হয়। এই বর্ষণে নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
বিকাল ৩টায় নগরীর চৌহাট্টা ও হাওয়াপাড়া এলাকা ঘুরে দেখা গেছে অবর্ণনীয় দুর্ভোগের চিত্র। নগরীর জলজটের অন্যতম পয়েন্ট হাওয়াপাড়া এলাকার কোথাও কোথাও কোমর পানি আবার কোথাও হাঁটু পানিতে নিমজ্জিত ছিল পুরো এলাকা। স্থানীয়রা জানিয়েছেন- ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে ভারি বর্ষণ হলেই হাওয়াপাড়া এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে করে স্থানীয় মসজিদের মোতাওয়াল্লিসহ পথচারীরা দুর্ভোগে পড়েন। জলাবদ্ধতায় সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন রাস্তায় আটকে যানজটের সৃষ্টি হয়। এই ওয়ার্ডের কাউন্সিলর সরকার দলীয়। তিনি এলাকার জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর কোন ব্যবস্থা নেন না বলে স্থানীয়দের অভিযোগ। একই অবস্থা ছিল নগরীর চৌহাট্টা এলাকায়। বিকাল সাড়ে ৩টায় চৌহাট্টাস্থ সড়ক ভবনের সামনে জলজট দেখা দেয়। হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গিয়েছিল ওই এলাকা। জলাবদ্ধতার কারণে ওই এলাকার ড্রেন ও স্যুয়ারেজের পানি রাস্তার উপর আচড়ে পড়ে। এতে করে দুর্গন্ধও ছড়িয়ে পড়ে চারদিকে। চৌহাট্টা এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন- কয়েকদিন আগে চৌহাট্টা এলাকায় রাস্তা প্রশস্তকরণের কাজ হয়েছে। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ার কারণে ওই এলাকার ড্রেনের ময়লা একাকার হয়ে যায়। এছাড়াও নগরীর জিন্দাবাজার, দাড়িয়াপাড়া, কুয়ারপাড়, মেডিকেল এলাকা, বাগবাড়ি, কাজিটুলা, শিবগঞ্জ, সুবহানীঘাটসহ কয়েকটি এলাকায় জলজট দেখা দেয়। তীব্র জলাবদ্ধতার কারণে দিনভর নগরের মানুষজনকে দুর্ভোগ পোহাতে হয়েছে।