• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

‘মাদক থেকে তরুন সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’

প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২১
‘মাদক থেকে তরুন সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’

সিলেট সুরমা ডেস্ক::
সিলেট নগরীর খাসদবীরে বন্ধন প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০২১ইং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (১৯ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
ফখরুল ইসলাম মিশুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থা’র সভাপতি, বৃহত্তর খাসদবীর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য মো. রিমাদ আহমদ রুবেল।
এসময় তিনি বলেন, খেলাধুলা মানুষের মনের বিকাশ ঘটায়, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে, তাই বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। তবেই আমরা সুস্থ ভাবে বেঁচে থাকতে পারবো।
অনুষ্টানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ইশতিয়াক আহমদ খান মিনু, জাকির হোসেন, সাধারণ সম্পাদক মমতাজুল করিম খান জামিল, সহ সাধারণ সম্পাদক মাও. নিয়ামত উল্লাহ খাসদবীরি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাজেল আহমদ নয়ন, অর্থ সম্পাদক শাহরিয়ার আহমদ তারেক, সহ ক্রীড়া সম্পাদক সাব্বির হোসেন মুন্না সহ সংস্থার কার্যকরি কমিটির সদস্য বৃন্দ।
ফাইনাল খেলায় বন্ধু মহল একাদশ বনাম মিতু একাদশ অংশ গ্রহণ করে। মিতু একাদশ ট্রাইব্রেকারে ৩-০ গোলে বন্ধু মহল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।