সিলেট সুরমা ডেস্ক:: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১০ই ফেব্রুয়ারী) সংগঠনের ছাতক উপজেলা শাখার উদ্যোগে এ উপলক্ষে স্থানীয় চিলি’স রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উৎসর্গ ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার সভাপতি মো. মাজহারুজ্জামান খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান সিজান এর সঞ্চলানায় কেক কেটে অনুষ্ঠানটির সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ ও উৎসর্গ ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মঈন উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. হারুন আল রশিদ, ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ড এর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আদনান কাওছার রাজ্জাক। সভায় আরও বক্তব্য রাখেন, উৎসর্গ ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শরিফ আহমেদ, মেহেদী হাসান, রেজাউল করিম, মো. আবু তাহের, শাহ নাজমুস সাকিব, শাহ মোহাম্মদ জামিল প্রমুখ।