বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা উপলক্ষে দক্ষিণ সুরমা ব্লক ছাত্রলীগের উদ্যোগে কুচাই ইছরাব আলী হাই স্কুল ও কলেজের সামনে কেক কেটে উদযাপন করা হয়। এতে উপস্তিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হুসিয়ার আল মামুন,ছাত্রলীগ নেতা ইবরাহীম খলীল, তালহা আহমদ,লিটন মালাকার, সামাদ আহমদ,এমরান আহমদ,বুলবুল আহমদ,মাহফুজুর রহমান,সিয়াম আহমদ মান্না, রাহি আহমদ,সাব্বির আহমদ, হাসান আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক জালালপুর ইউনিয়ন ছাত্রলীগ, শাহ আমজাদ যুগ্ম সম্পাদক সিলাম ইউ পি ছাত্রলীগ, রাহাদুর রহমান সাংগঠনিক সম্পাদক জালালপুর ইউনিয়ন ছাত্রলীগ, লিটন আহমদ পাঠাগার সম্পাদক সিলাম ইউ পি ছাত্রলীগ, মুক্তামিম রহমান মাহিন,শাহিদ ওয়াহিদ,জাকারিয়া আহমদ, আদিল আহমদ রাহাত,শাহজাহান আহমদ,মিনহাজ উদ্দিন,এবি নাবিল,তাহসীন আহমদ,অনিকুর রহমান জুম্মান
আখতার হোসেন, মাহিন আহমদ,আবির আহমদ,মীর আহমদ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।