• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কদমতলী ওভারব্রীজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতির স্মারকলিপি প্রদান

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০২০
কদমতলী ওভারব্রীজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতির স্মারকলিপি প্রদান

কদমতলী ওভারব্রীজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতিকে ডাস্টবিন প্রদান করলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন।

রবিবার ২২ নভেম্বর কদমতলী ওভারব্রীজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতি পক্ষ থেকে কদমতলী হযরত শাহজালাল সেতুর ওভারব্রীজের পূর্ব ও পশ্চিম পার্শ্বের সিলেট জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়কের ওভারব্রীজ সংলগ্ন এলাকায় অকেজো সোডিয়াম বাতি সংস্কার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সামনে ডাস্টবিন প্রদান এবং ময়লা আবর্জনা পরিস্কারের লোক নিয়োগ দানের জন্য লিখিত আবেদন জানান কদমতলী ওভারব্রীজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এম এ মালেক, সহ-সাংগঠনিক সম্পাদক নেছার আহমদ, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আলাল আহমদ মোহন ।

আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিক প্যানেল মেয়র রোটারিয়ান তৌফিক বকস্ লিপন একটি ডাস্টবিন প্রদান করেন।

এ ছাড়া ময়লা আবর্জনা পরিস্কারের জন্য লোক নিয়োগ ও জরুরী ভিক্তিতে সোডিয়াম বাতি সংস্কার করা হবে বলে মত প্রকাশ করেন।

তিনি আরো বলেন, ওভারব্রীজ এলাকায় প্রায় সময় যানজট লেগে থাকে। যানজট নিরসনে প্রশাসন, ব্যবসায়ী, শ্রমিক ও সিটি কর্পোরেশনের সমন্নয় একটি সভার মাধ্যমে অচিরেই শৃংখলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।  প্রেস-বিজ্ঞপ্তি।