• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শারদীয় দূর্গাউৎসবে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের আর্থিক অনুদান প্রদান

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০২০
শারদীয় দূর্গাউৎসবে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের আর্থিক অনুদান প্রদান

শারদীয় দূর্গা উৎসব ২০২০ উপলক্ষ্যে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে নগরীর ২৬ নং ওয়ার্ডের অর্ন্তগত হিন্দুধর্মালম্বীদের মধ্যে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে ২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে কদমতলীস্থ সিসিকের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের প্রেসিডেন্ট রোটাঃ রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটাঃ আব্দুল বাসিতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮২ এর কুশিয়ারা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি রোটাঃ মোঃ কবির উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসাইন্ড এসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটাঃ ফাহিম আহমদ চৌধুরী, এসিস্ট্যান্ট গর্ভনর পিপি রোটাঃ নজির আহমদ আজাদ, ড্রিষ্ট্রিক্ট প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট রোটাঃ ডাঃ জাকারিয়া হোসেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর পিপি রোটাঃ তৌফিক বক্স লিপন, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের ভাইস প্রেসিডেন্ট রোটাঃ ইকবাল হোসেন, রোটারী ক্লাব অব সিলেট সিটি’র ভাইস প্রেসিডেন্ট রোটাঃ এস এ শফি। পূজামন্ডপের পক্ষে উপস্থিত ছিলেন দিপক পাল, রাজীব সিকদার, উপেন্দ্র পাল প্রমুখ।
অনুষ্ঠানে কাউন্সিলর পিপি রোটাঃ তৌফিক বক্স লিপনের সৌজন্যে ওয়ার্ডের ৪টি মন্ডপে ৪০হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রেস-বিজ্ঞপ্তি।