• ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০
নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

নিউজার্সি স্টেট আওয়ামীলীগের উদ্যোগে আহ্বায়ক মো: সফিক উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার চৌ: পারেকের পরিচালনায় ৩৫৩ টটোয়া এভিনিউ পেটারসন নিউজার্সিতে ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও জাতীর পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ,
এতে বক্তব্য রাখেন ও উপস্হিত ছিলেন দেশের শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযাদ্ধা এম এ জলিল, মুক্তিযাদ্ধা সামসুল আলম খান, মুক্তিযাদ্ধা আসিদ আলী, আবুল কাশেম মজুমদার ,বদরুজজামান , ইসহাক মিয়া, এম.এ হক, স্টেট আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মালিক চুন্নু, সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান,সেলিম আহমদ চৌধুরী ,শামীম আহমদ,রাজন আহমদ(খসরু),শাহীন আহমদ,আব্দুল ওদুদ, আবু তালেব(লাল)আব্দুল জলিল,নাজমুল আলম খান,হাবিবুর রহমান, কমর উদ্দিন , এ আর নোমান, সৈয়দ শওকত আলী,কয়ছর আহমদ, মোশাহিদ খান, কফিল উদ্দিন , দিপংকর দাশ,রুমন আহমদ,মুসলিম আলী, ইলিয়াছ আলী,আবুল কায়েদ মাসুদ, শামীম কুরুরী, এডভোকেট সিরাজুল ইসলাম,আরিফ হোসেন,খসরু মিয়া, আহমেদ আলী, মোরাদ আহমদ,আলী আহমদ( মিতুল)নেতৃবৃনদ ।
বিশেষ করে উপস্হিত ও বক্তব্য রাখেন পেটারসন সিটির সম্মানিত মেয়র Andre Sayegh councilman Gilman chowdury, commissioner Musleh Uddin সহ অন্যান্যরা ।   প্রেস-বিজ্ঞপ্তি।