১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মতিন উরফে গাজী মতিন আর নেই। ইন্না……..রাজিউন। রবিবার দুপুর ১ টা ৫ মিনিটের সময় তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মুক্তিযোদ্ধা আব্দুল মতিন দীর্ঘদিন ধরে কিডনী ও হৃদরোগে ভোগছিলেন ও মস্তিস্ক রক্তক্ষরণে তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল মতিন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীর বাসিন্দা। ২ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক আব্দুল মতিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সেক্টর ৪ এর মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের ভারতীয় তালিকার ২২২৫৮ ও লাল মুক্তি বার্তা নং ০৫০১০১০৫৬৩ নং ছিলেন। যা বাংলাদেশ ৪৬১০ নং গ্যাজেটে প্রকাশিত। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজায় নামাজ রবিবার রাত ১০ টায় কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্টিত হবে। প্রেস-বিজ্ঞপ্তি