• ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বড়লেখা বিএনপির হরতালের ডাক

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০১৮

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সারাদেশের মতো মৌলভীবাজারের বড়লেখায় আগামীকাল রবিবার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা বিএনপি। গতকাল ১০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় বড়লেখা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জরুরী সভা ডেকে এই সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। সভায় বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি জনাব রিয়াজ।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের সকল গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে আওয়ামী লীগ দেশকে একটি অগণতান্ত্রিক, স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে। ক্ষমতায় আসার পর থেকে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে তারা।’ জনাব রিয়াজ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে মিথ্যা মামলায় আওয়ামী লীগ সরকার কারাগারে আটকে রেখেছেএবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রেখেছে। খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সরকার তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিরোধী দল, বিশেষ করে খালেদা জিয়া, তারেক রহমানসহ শীর্ষস্থানীয় নেতা এবং দলের হাজারো নেতা-কর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে সরকার গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করে দিচ্ছে। সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে সরকার এই মামলা করেছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য এধরনের মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে।’

 

জনাব রিয়াজ বলেন, ‘যদি দেশের বিচার বিভাগ, আইন বিভাগ তাদের নিয়ন্ত্রণে না থাকতো তাহলে এই দেশে এইভাবে অন্যায়, অত্যাচার অনাচার চলতো না। তাই আমি মনে করি দেশ এবং জাতিকে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নাই। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

 

সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক  উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম হাছনা প্রমুখ। এসময় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।