সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীর বাসিন্দা ও কদমতলী পয়েন্টের তৃপ্তি স্টোরের স্বত্ব্যাধিকারী মশিউল করিম কিডনী রোগে আক্রান্ত মাসুদ আহমদ মাসুকসহ অসহায় মধ্যবিত্ত ৪ টি পরিবারের জন্য খাদ্য সামগ্রীর ঈদ উপহার প্রদান করেছেন।
রবিবার ৪টি পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দেন কদমতলী হেল্পিং গ্রুপের সদস্যরা। বর্তমান মহামারি করোনা ভাইরাস(কভিট-১৯) এর কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে মধ্যবিত্ত পরিবারগুলো। অসহায় এসব পরিবারের পাশে দাড়ানোর লক্ষে কদমতলী হেল্পিং গ্রুপ প্রতিষ্টিত হয়েছে। সমাজের উচ্চ বিত্তরা যদি মধ্যবিক্তদের সহযোগিতা করতে চান তাহলে কদমতলী হেল্পিং গ্রুপের সদস্যদের মাধ্যমে খাদ্য সামগ্রী দিতে পারেন।
উল্লেখ্য কিডনী রোগে আক্রান্ত মাসুদ আহমদ মাসুকের দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে মাসুকের পরিবার। সমাজের উচ্চবিত্তরা অসহায় মাসুকের পাশে দাড়ানোর জন্য আহবান জানিয়েছেন মাসুকের পরিবার। মাসুক কদমতলীতে বসবাস করছে। তাকে সাহায্যে পাঠানোর ঠিকানা- মাসুদ আহমদ, হিসাব নং- ২০৫০৩২১০২০০৩৭৯৭০১,ইসলামী ব্যাংক , দক্ষিণ সুরমা শাখা, অথবা বিকাশ নং- ০১৭২৬-০১৭৩১২। প্রেস-বিজ্ঞপ্তি।