• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কদমতলীতে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

sylhetsurma.com
প্রকাশিত মে ১৭, ২০২০
কদমতলীতে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সিলেট নগরীর কদমতলী এলাকার অসহায় শতাধিক পরিবারের মাঝে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা উম্মাহ এইড’র খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) বেলা আড়াইটার সময় কদমতলী পাঠানপাড়া মেট্রোসিটি প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি ও মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. আব্দুর রহমান জামিল, সিসিক কাউন্সিলর ও প্যানেল মেয়র রোটারিয়ান তৌফিক বক্স লিপন, মহানগর আ.লীগ নেতা হাজী হেলাল বক্স, ব্যবসায়ী আব্দুল মালিক মারুফ, রেড ক্রিসেন্ট’র আজীবন সদস্য সাহেদ আহমদ সুমিন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাসিত সেলিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (সিরুল), সমাজসেবী আক্তার উদ্দিন নাদির, এনায়েত উল্লাহ সজীব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাকির হোসেন-বিদেশে অবস্থানরত সিলেটিসহ যেসব দাতা সদস্যরা উম্মাহ এইড এর খাদ্যসামগ্রী বিতরণ করছেন সিলেট বাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসীরা আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখেন। দেশের নাজুক পরিস্থিতিতে প্রবাসীরা তাদের উভয় হাত প্রসারিত করে দেন।

মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের মানুষের কষ্ট লাঘবের জন্য তাদের এই উদ্যোগ প্রশংসনীয়।

খাদ্য বিতরণ অনুষ্ঠানের স্বেচ্ছাসেবীর দায়িত্বে থেকে সার্বিক সহযোগিতা করেছেন জুনেদ আহমদ, ফাহাদ আহমদ, মুহিব আহমদ, জাকি আহমদ, জুবেদ আহমদ, সুহেজ আহমদ প্রমুখ।  প্রেস-বিজ্ঞপ্তি।