• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পশ্চিম ধরাধরপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে হামলা : আহত ১

sylhetsurma.com
প্রকাশিত মে ৭, ২০২০
পশ্চিম ধরাধরপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে হামলা : আহত ১

সিলেটের দক্ষিণ সুরমার পশ্চিম ধরাধরপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।   আহত মো.কবির আহমদ(৫৭) পশ্চিম ধরাধরপুর গ্রামের মৃত হাজী মো. মোতাহির আলীর ছেলে।   ৫ মে বিকাল ৪ টায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আহত মো. কবির আহমদ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় ৬ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ প্রদান করেছেন।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত আজিদ উল্লার ছেলে আনোয়ার (৫২), দেলোয়ার (৩১), মৃত সমুজ আলীর ছেলে মানিক (৩১), মালেক(২৬),গেমন(৬১) ও ঝিঞ্জুর মিয়ার ছেলে শাকিল(১৯)।

আহত কবির তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, পশ্চিম ধরাধরপুর গ্রামের ৩ নং বিবাদী মানিকের দোকানের সামনে আসামাত্র বিবাদীরা তাকে চারদিকে ঘেরাও করে হত্যার উদ্দ্যেশে কাটের রুল দিয়ে আঘাত করলে কবিরের বাম হাত মারাক্তক জখমপ্রাপ্ত হন।

কবিরের হাতের কব্জি ও ২ টি আঙুলের হাড় ভেঙে যায়।

বিবাদীরা কবিরকে মারপিটসহ তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে।

এ ছাড়া তার কাছ থেকে নগদ ২৩ হাজার টাকা লুটে নেয়।  পরে উপস্থিত লোকজন তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

আহত মো. কবির আহমদ হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।  প্রেস-বিজ্ঞপ্তি।