• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দাউদপুরে সুরেন পালের বাড়িতে হামলার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

sylhetsurma.com
প্রকাশিত মে ৬, ২০২০
দাউদপুরে সুরেন পালের বাড়িতে হামলার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

সিলেটের দক্ষিণ সুরমায় চলাচলের জন্য জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা ও সাড়ে ৪ লক্ষ টাকার গাছপালা কর্তণ করার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ১৬ জনকে আসামী করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা নং- ৪, তারিখ ০৪/০৫/২০২০ইং।   উপজেলার ৯ নং দাউদপুর ইউনিয়নের পশ্চিম দাউদপুর গ্রামের বীরেন্দ পালের ছেলে সুরেন পালের ভাই নিরঞ্জন পাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, একই গ্রামের বাসিন্দা বীজেন্দ্র দাসের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজীব দাশ, সতেন্দ্র চন্দের ছেলে শিপুল চন্দ,সুজন চন্দ,মৃত গদইরাম চন্দের ছেলে জিতু চন্দ, মৃত ধীরেন্দ্র চন্দের ছেলে সুভাস চন্দ,বিভাস চন্দ, নেছার আলীর ছেলে গিয়াস উদ্দিন,এনাম উদ্দিন, আকু মিয়ার ছেলে হেলাল উদ্দিন,মৃত তখই আলীর ছেলে মুতুর মিয়া, মৃত আখদ্দছ আলীর ছেলে বারী মিয়া, মৃত কৃদরত আলীর ছেলে মোবারক আলী, মৃত মনোহর আলীর ছেলে রাহিমুল ইসলাম লিহিন,,বিজেন্দ্র দাসের ছেলে রিপন দাস, পূর্ব দাউদপুর গ্রামের মৃত মনাই মিয়ার ছেলে আলী আহমদ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, দাউদপুর মৌজার ৬০ নং এসএ খতিয়ানের ৩০৪৭,৩০৪৮ নং দাগ, ১৪৩৬ নং বিএস খতিয়ানের ৩৪৯০,৩৪৪৬ দাগের ভুমিতে নিরঞ্জন পালের পরিবারের সদস্যরা বাড়ি ঘর নির্মাণ পূর্বক ভোগ দখল করে আসছেন।

ঐ ভুমির উপর দিয়ে বিবাদী শিপুল চন্দ গংরা চলাচলের রাস্তা তৈরির জন্য কয়েকবার হুমকি ধামকি প্রদান করলে নিরঞ্জন পাল ইতিপূর্বে গত ৩ মে মোগলা বাজার থানায় নিরাপত্তার স্বার্থে লিখিত অভিযোগ প্রদান করেন। একই দিন বিবাদীরা বেআইনিভাবে বেলা দেড় টায় দলবদ্ধভাবে ভুমির উপরে থাকা দু’চালা টিনের ঘর ভেঙে ফেলাসহ ১৫ টি গাছ কেটে ফেলে।

যার মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। এ ছাড়া বিবাদীরা নিরঞ্জন পালের পরিবারের সদস্যদের মারপিটসহ ঘরের আসবাবপত্র ভাংচুর ও দেয়ালে ভেন্ডিলেটরে আঘাত করাসহ টিনের চালের ক্ষতিসাধন করে। বর্তমানে নিরঞ্জন পালের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। তারা আসামীদের গ্রেফতার পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।  প্রেস-বিজ্ঞপ্তি।