সিলেটের দক্ষিণ সুরমার সাধুরবাজার যমুনা ডিপো লিমিটেডের সামনে তেলের গাড়ির চালককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ৩ লক্ষ ১৮ হাজার ৫০ টাকা ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। রবিবার রাত সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতার ধাওয়ায় ছিনতাইকারীরা একটি আরএক্স মোটর সাইকেল (সিলেট-হ-১১-৫১৬২) ফেলে রেখে পালিয়ে যায়। আহত চালক আলালকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় রাতেই ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাধুরবাজার এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে ব্যবসায়ী মো. ইউনুছ মিয়া। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের ফরিদ মিয়ার ছেলে ইজাজুল(২৮),ফারুক মিয়ার ছেলে রিমু(২৮),মনজ্জির আলীর ছেলে মুন্না(৩০)সহ অজ্ঞাতনামা ২/৩ জন অস্ত্রধারী ব্যবসায়ী মো. ইউনুছ মিয়ার সাধুরবাজারস্থ রোকেয়া এন্টার প্রাইজ নামীয় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের চালক আলালকে ঘটনাস্থলে গুরুতর আহত করার পাশাপাশি তেলের গাড়ি যার রেজিষ্ট্রেশন নং সিলেট-ঢ-০১০০০৫ এর ডেসপুটের ড্রয়ার থেকে তেল বিক্রয়ের ৩ লক্ষ ১৮ হাজার ৫০ টাকা ছিনিয়ে নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। তাৎক্ষণিক লোকজন ছিনতাইকারীদের ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি। প্রেস-বিজ্ঞপ্তি।