সিলেট সুরমা ডেস্ক : রহমত, বরকত ও মাগফিরাত নিয়ে পবিত্র মাহে রমজান এসেছে সবার মাঝে। রহমতের ১০ দিন শেষ হওয়ার পথে। সেই রহমত বরকত ও মাগফিরাত কামনায় অসহায় মানুষের পাশে রয়েছে ময়না মিয়া-তৈয়বুননেছা ফাউন্ডেশন। মানবকল্যাণে কাজ করার লক্ষ্যে ময়না মিয়া-তৈয়বুননেছা ফাউন্ডেশনের উপদেষ্টা লন্ডন প্রবাসী হাজী মখন মিয়া ও ফাউন্ডেশনের উপদেষ্টা লন্ডন প্রবাসী নিজাম উদ্দিনের উদ্যোগে শুক্রবার (১লা মে) শতাধিক মানুষের মাঝে খাদ্যসমগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক ফজলুর রহমান, ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী আব্দুল কাদির, উপদেষ্টা গৌছ উদ্দিন, উপদেষ্টানহাজী মখন মিয়া, উপদেষ্টা তাজ উদ্দীন তাজুর, ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান জিলু, ফাউন্ডেশনের সচিব হাফিজ মৌলানা হুছাইন আহমদ রিপন, যুগ্ন সচিব হাসান আহমদ সিপন, যুগ্ন সচিব মারজানা হাসান, সহ অর্থ সচিব ফাহিমা আহমেদ এমি, সহ অর্থ সচিব শিব্বির আহমদ ইফাত, সদস্য মাহফুজ আহমদ ইমন। এদিকে খাদ্যসাগ্রী বিতরণে উপস্থিত থাকতে না পারায় সকলের কাছে দোয়া কামনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা সৌদীআরব প্রবাসী জায়েদ আহমদ জুনু, ফাউন্ডেশনের যুগ্ন সচিব রেজওয়ান কয়েছ, ফাউন্ডেশনের অর্থ সচিব ফাতেহা আক্তার জেনি, সহ অর্থ সচিব লন্ডন প্রবাসী রাহুল আহমদ, সহ অর্থ সচিব লন্ডন প্রবাসী আদিল আহমদ, সদস্য লন্ডন প্রবাসী সুমাইয়া আহমেদ মায়া, সদস্য লন্ডন প্রবাসী নিয়াজ উদ্দীন, সদস্য লন্ডন প্রবাসী নাদিম উদ্দীন রাজা।