• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ সময়ের জরুরি আমল : নিজাম ইউ জায়গীরদার

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২০, ২০২০
অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ সময়ের জরুরি আমল : নিজাম ইউ জায়গীরদার

সিলেট সুরমা ডেস্ক : বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের কারণে কর্মহীন হয়ে পড়েছেন গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এ ধরনের মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতে সহযোগিতার জন্য হাত বারিয়েছেন সিলেট জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমেদ সিদ্দিকী। গত কয়েকদিন থেকে খাদিমপাড়া ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছেন ইশতিয়াক আহমেদ সিদ্দিকী । তারই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ১১টায় শহরতলী কল্লগ্রামে শ্রমজীবী ও কর্মহীন পরিবারের মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন সিলেট সংবাদ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক নিজাম ইউ জায়গীরদার। এসময় কল্লগ্রামের স্থানীয় ৫০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি নেতা ফরিদ উদ্দিন, কুটু মিয়া, সমছু উদ্দিন, নাহিয়ান, ফারহান প্রমুখ। সামাজিক দূরত্ব বজায় রেখে শৃঙ্খলার সাথে খাদ্য সামগ্রী বিতরনকালে নিজাম উদ্দিন জায়গীরদার বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ সময়ের জরুরি আমল, করোনাকে বধ করতে প্রয়োজন দূরত্ব বজায় রাখার। তবে মানসিক দূরত্ব তৈরি হলে চলবে না। বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোর কথা ভুললে চলবে না। দূরে থেকেও দাঁড়াতে হবে সকলের পাশে।