• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দৈনিক সিলেট সুরমায় যুক্ত হলেন মাহফুজ আদনান 

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২০
দৈনিক সিলেট সুরমায় যুক্ত হলেন মাহফুজ আদনান 
যুক্তরাষ্ট্রের তরুণ মিডিয়া কর্মী, সিলেট ও নিউইয়রকের কমিউনিটির জনপ্রিয়মুখ মাহফুজ আদনান দৈনিক সিলেট সুরমার যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছেন । গত ১ এপ্রিল থেকে  তিনি দায়িততো প্রাপ্ত হন ।  দীর্ঘ ২০ বছরের লেখালেখি ও সাংবাদিকতা ক্যারিয়ারে মাহফুজ আদনান ব্রিটেনের বাংলা কাগজ, সাপ্তাহিক মানব ঠিকানা, দৈনিক সিলেট বাণী, দৈনিক যুগভেরী, দৈনিক মৌমাছি কণ্ঠ, দৈনিক খবরপত্র, দৈনিক যুগান্তর, দি ডেইলি নিউ নেশন, সিলেট বেতারসহ দেশে বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় কাজ করেছেন, লেখালেখি করেছেন । উল্লেখ্য মাহফুজ আদনান দৈনিক ইনকিলাবের যুক্তরাষ্ট্র প্রতিনিধি, প্রথম আলো নর্থ আমেরিকার প্রতিবেদক, বাংলা কাগজের যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান, বাংলানিউজইউএসডটকমের প্রধান নিরবাহী ও ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের  সভাপতির দায়িততো পালন করছেন ।তার লেখা কাব্যগ্রনথ ও গল্পগ্রন্থ এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ।  তার সাথে সংবাদ সংক্রানত বিষয়ে ইমেইল mahfuzadnan.usa@gmail.com এ – যোগাযোগ করতে পারেন যে কেউ ।