সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী। এখানে রয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনাল,রেলওয়ে ষ্টেশনসহ ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা ।
রয়েছে ব্যাপক গণ-বসতি।
কদমতলীতে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সবাই সচেতন থাকার পাশাপাশি যে যার যার ঘরে অবস্থান করার জন্য লক ডাউন করা হয়েছে। কদমতলী ফেরিঘাট সড়ক থেকে জকিগঞ্জ সড়কের লিংক রোডে আজ থেকে লক ডাউন সাইনবোর্ড লাগানোর পাশাপাশি কেউ এলাকার ভেতরে ডুকলে হাত ভালো করে ধুয়ে ভেতরে প্রবেশ করতে বলা হয়েছে।
কেউ যদি এ নিয়ম না মানেন তাহলে তাকে আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর হাতে সৌপর্দ করা হবে বলে জানিয়েছেন, কদমতলী ফেরিঘাট সড়ক থেকে জকিগঞ্জ সড়কের লিংক রোডের আশপাশের তরুণ ও যুবকরা। তারা আরো বলেন, কদমতলীর এ স্থানে সবচেয়ে বেশি গণ-বসতি।
এখানে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপক্রম বেশি। কারণ কলোনী কেন্দ্রীক লোকজন ঘরের ভেতরে না থেকে বাহিরে ঘুরাঘুরি করতে দেখা যায়।
বেশির ভাগ ফেরিঘাট এলাকায় এ দৃশ্য লক্ষণীয়। সচেতন যুবকরা এলাকায় সেনা, র্যাব ও পুলিশের উপস্থিতিসহ কঠোর হওয়ার আহবান জানান। প্রেস-বিজ্ঞপ্তি।