সিলেট সুরমা ডেস্ক : সারা বিশ্বে করোনাভাইরাসের এই মহামারীর সংকটময় মূহুর্তে অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর মধ্যে সিলেট হকার্স মার্কেট এর বিশিষ্ট ব্যাবসায়ী ও তরুণ সমাজসেবক দিবাকর দেব নাথ এর উদ্যোগে সিলেট শহরতলী কুচাই পশ্চিমবাগ আবাসিক এলাকায় অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং তিনি বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন।
বৃহস্পতিবার প্রায় ২৫০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরন করেন ।গত বৃহস্পতিবার বিকালে প্রতিটি পরিবারে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করেন এ সময় উপস্হিত ছিলেন দক্ষিন সুরমা প্রেস ক্লাবের সহসভাপতি সাহাদ উদ্দিন দুলাল,বিশিষ্ট ব্যবসায়ী মকসুদ আহমদ, সমাজসেবী মিজানুর রহমান,অমৃত দেবনাথ,লায়েক আহমদ,কালাম আহমদ,।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি চাল,৩ কেজি আলু,২ কেজি ডাল,১ কেজি লবন,২ কেজি আটা,৩ কেজি পিয়াজ,২ কেজি চিড়া, ২ লিটার সোয়াবিন তেল,২ পিস সাবান,।এ খাদ্যসামগ্রী বিতরন কালে দিবাকর বলেন মানুষের এ বিপদে বিত্তবানদের এগিয়ে আসা দরকার এ সময় মানুষের পাশে থেকে সাহায্য করলে দুনিয়া ও আখেরাতের জন্য অশেষ ফায়দা হবে। তিনি এলাকার মুরব্বী ও যুবসমাজ ভাইদেরকে খাদ্য সামগ্রী বিতরনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।