• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রচার বিমুখ এক সমাজসেবী সাইয়ুম বকস্

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
প্রচার বিমুখ এক সমাজসেবী সাইয়ুম বকস্

স্টাফ রিপোর্টার : লোক দেখিয়ে দান করা আজকাল ফ্যাশন হয়ে দাড়িয়েছে ।  ইসলাম ধর্মে বলা হয়েছে, আপনি এক হাত দিয়ে দান করলে অন্য হাত যেনো সেটি টের না পায়।

কিন্তু বর্তমান সমাজে ফটোসেশন আর প্রযুক্তির সমন্নয় স্যোসাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই এ রকম দান খয়রাতের চিত্র লক্ষণীয়।

এ ক্ষেত্রে ব্যতিক্রম একজন সমাজসেবী, সংগঠক ও ব্যবসায়ী সাইয়ুম বকস্ । সিলেট নগরির ২৬ নং ওয়ার্ডের কদমতলীর বাসিন্দা তিনি।

কদমতলীর আল ফেরদৌস শপিং কমপ্লেক্স, আল বারাকাত ম্যানশনের সত্ব্যাধিকারী হয়ে ও তিনি অতি সাধারণ জীবন যাপন করে থাকেন।

কদমতলীস্থ তাঁর বাড়িতে গেলে দেখা যায়, তিনি নিজে খাদ্য সামগ্রী প্যাকেজিং করছেন।  খাদ্য সামগ্রী কিসের প্রশ্ন করলে ? তিনি বলেন, বর্তমান সময়ে সারা বিশে^ করোনা ভাইরাসের আতংক বিরাজ করছে, সারাদেশে শ্রমজীবি অনেক মানুষ কষ্ঠে আছে। এই খাদ্য সামগ্রীর প্যাকেট গুলো রাতে সিলেট নগরির বন্দরবাজার, জিন্দাবাজারসহ অন্যান্য স্থানে অসহায় মানুষের হাতে আমি আর আমার ছেলে আকিব বকস্ প্রদান করবো।

তিনি বলেন, অসহায়দের হাতে আমার দান করা খাদ্য সামগ্রী প্রদানের ছবি পত্রিকায় দিতে চাইনা ভাই।  আমি চাইনা  আমার আর খাদ্যসামগ্রী গ্রহনকারীর ছবি প্রচার হোক।

তিনি এ প্রতিবেদককে বলেন, আজ যারা অসহায় কিংবা ক্ষুধার্ত, তাদের পাশে বিক্তশালীদের থাকাটা জরুরী।

আমি আমার সাধ্যমত্যে শতাধিক শ্রমজীবি অসহায় মানুষকে সাহায্য করতে পারবো বলে মনে শান্তি পাচ্ছি।

পরবর্তীতে সাইয়ুম বকস্’র অনুমতি নিয়ে উনার বাসভবনে থাকা খাদ্য সামগ্রীর ছবিটি তুলেন সংবাদ প্রতিবেদক।