• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

র‌্যাবের হাতে ৬ মামলার পলাতক আসামী সাইয়েম গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২০
র‌্যাবের হাতে ৬ মামলার পলাতক আসামী সাইয়েম গ্রেফতার

সিলেট সুরমা ডেস্ক : সাধারণ মানুষকে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ’র অভিযোগে মোঃ সাইয়েম আহমেদ চেীধুরীকে অবশেষে গ্রেফতার করেছে র‌্যাব । ২৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২ টায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রণকেলী দিঘীর পাড় এলাকা সাইয়েমকে গ্রেফতারের পর র‌্যাব সদস্যরা গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেছেন।

র‌্যাব-৯ সূত্র জানায়, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) র‌্যাব-৯ এর কোম্পানী অধিনায়ক এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি দল পলাতক মোঃ সাইয়েম আহমেদ চেীধুরীকে গ্রেফতার করতে সক্ষম হন। মোঃ সাইয়েম আহমেদ চেীধুরীর বিরুদ্ধে এনআই এক্ট এর ৬ টি মামলার ২ বছর ৫ মাস সাজা ও গ্রেফতারী পরওয়ানা জারী ছিলো।

মোঃ সাইয়েম আহমেদ চেীধুরী (৪৩) গোলাপগঞ্জ উপজেলার রণকেলী দিঘীর পাড় গ্রামের মৃত সিকান্দর চৌধুরীর পুত্র।

অন্য আরেকটি সূত্র জানায়, মোঃ সাইয়েম আহমেদ চেীধুরী দেশ থেকে পালানোর জন্য চৌধুরী মুছা আহমেদ নামের আরেকটি পাসপোর্ট তৈরি করে। যার নং বিজিডি বি এম -০২৪৩৯৪৮।