সিলেট নগরীর কদমতলী পয়েন্ট সংলগ্ন আজাদ শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার (১৬ ফেব্রুয়ারী) রাত ৮টায় ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সভাপতি হাজী মানিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেদ আহমদের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২০-২২ অর্থবছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকারী ও ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সদস্যরা হলেন, সভাপতি হাজী মানিক মিয়া, সহ-সভাপতি তাপস কান্তি দে, সহ-সভাপতি শাহেদ আহমদ ও কয়েস আহমদ, সাধারণ সম্পাদক জাকারিয়া খাঁন জাকের, সহ-সাধারণ সম্পাদক ইমরুল আহমদ জুনেল, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, অর্থসম্পাদক রুমন আহমদ, মিডিয়া প্রেস সম্পাদক সাংবাদিক সাহাদ উদ্দিন দুলাল, প্রচার সম্পাদক আফজল আহমদ, সহ-প্রচার সম্পাদক শাহিন আহমদ, ধর্ম সম্পাদক খালেদ আহমদ, ক্রীড়া সম্পাদক রনি আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক লিমন আহমদ, সদস্য আফসর আহমদ, বাদশা মিয়া, ছায়েফ আহমদ, নবাব আহমদ।
কমিটির উপদেষ্টারা হলেন, প্রধান উপদেষ্টা আজাদ শপিং কমপ্লেক্সের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হেলাল বকত্ , উপদেষ্টা হাজী জাহাঙ্গীর আলম, আলাউদ্দিন আহমদ চৌধুরী, রুজ মার্ক রুহুল ইয়ামিন চৌধুরী।
সভার সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা আজাদ শপিং কমপ্লেক্সের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হেলাল বকত বলেন, মার্কেটের ব্যবসায়ীদের অগ্রগতি ও মার্কেটের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নতুন এই কার্যকরী কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সবধরণের সহযোগিতা ও পরামশ্বের আশ্বাস প্রদান করেন। প্রেস- বিজ্ঞপ্তি।