• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শ্রমিক সংগঠনের নামে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২০
শ্রমিক সংগঠনের নামে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দক্ষিণ সুরমা কদমতলী পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে দক্ষিণ সুরমা মোগলাবাজার থানা আঞ্চলিক উপ কমিটির নেতৃবৃন্দ সহ সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

শ্রমিক সংগঠনের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে ব্যক্তারা বলেন, শ্রমিকের ভাগ্য উন্নয়নের লক্ষে জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা নিরলশ ভাবে কাজ করে জাচ্ছেন। বর্তমানে শ্রমিরা আগের থেকে অনেক সুসংগঠিত, এখন শ্রমিকরা সচেতন।

যে বা যারা শ্রমিকদের ভাগ্য নিয়ে খেলা করছেন ও সংগঠনের নামে মিথ্যা অপপ্রচার করছেন তাদের জাতি ক্ষমা করবেনা। সাংগঠনিক ভাবে অপপ্রচার কারীদের বিরুদ্ধে ব্যবস্থ্া নেয়ার আহবান জানান শ্রমিকরা। বিক্ষোভ সমাবেশের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন সিলেট জেলা ট্রাক পিক আপ কাভার্ড ভ্যানের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন। শ্রমিকদের ব্যক্তব্য শোনে তিনি তাদের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করে সাংগঠনিক ভাবে ব্যবস্থ্া নেয়ার আশ^াসে সাধারণ শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জুবের আহমদ, দক্ষিণ সুরমা মোগলাবাজার থানা আঞ্চলিক উপ কমিটির সভাপতি মো. কাউসার আহমদ. সহ সভাপতি জুমায়েল ইসলাম, সম্পাদক মারুফ আহমদ, সহ সম্পাদক ফলিক আহমদ, সাংগঠনিক শরিফ আহমদ, কোষাধ্যক্ষ কুতুব উদ্দিন, সদস্য শাকিল আহমদ, জমির আলী, কুটু মিয়া, পাতা মিয়া শাহীন মিয়া সেলিম আহমদ, নাজিম, রাসেল প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।