‘‘গরীব অসহায় চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব,আর্ত মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে, অনেকেই টাকার অভাবে সঠিক চিকিৎসা করাতে পারেনা, চিকিৎসার অভাবে অকালেই ঝড়ে যায় অনেক তাজা প্রাণ, মেহনতি মানুষ কিংবা দিনমজুর যারা, তারা অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেনা, সমাজে অনেক বিক্তবানরা আছেন, আপনারা যদি আপনাদের কাছে থাকা সামান্য অর্থ অসহায় চিকিৎসা বঞ্চিতদের জন্য খরচ করেন, তাহলে অনেক গরীব মানুষ পেতে পারে নতুন জীবন’’ সিলেট পল্লী চিকিৎসক পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবসের দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের সফল কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। ২৬ নং ওয়ার্ডের কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন আল বারাকাত ম্যানশনে লিটন মেডিকেল হল এন্ড ডেন্টাল কেয়ারে রোটারিয়ান ডা. মুহিবুর রহমান মুহিতের তত্ব্যাবধানে ১৬৫ জন রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন, রেনেটা ফার্মা লিমিটেড,এসিআই ফার্মা লিমিটেড অন্যান্য আরো ফার্মা সিউটিক্যালে লিমিটেড। উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান, আল বারাকাত ম্যানশনের সত্ব্যাধিকারী সাইয়ুম বকস্, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, ডা. নজরুল ইসলাম ফারুকী, শেখ বদরুল আলম(সাজিদ আল বানাই জালালাবাদী),সমাজসেবক ও সংগঠক ফখরুল ইসলাম শান্ত। প্রেস-বিজ্ঞপ্তি।