সিলেট সুরমা ডেস্ক : সিলেট প্রেস ডটকম এর ওসমানীনগর প্রতিনিধি মিফতাউর রহমান রাজু স্থায়ীভাবে বসবাসের জন্য ১৯ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন। তার যাত্রা উপলক্ষে শুক্রবার (১৫ নভেম্বর) রাতে সিলেট প্রেস পরিবার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। নিরাপদে গন্তব্যে পৌছতে মহান রাব্বুল আলামীনের কাছে তার জন্য প্রার্থনা করা হয়।
রাজু সিলেট প্রেস পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিনের কর্মস্থল ছেঁড়ে গেলেও প্রেস পরিবারের সবাই আমার মনের মধ্যে থাকবেন। তিনি যুক্তরাজ্য থাকাকালে লন্ঠন প্রতিনিধি হিসেবে সিলেট প্রেস এর সাথে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ডটকম এর সম্পাদক মন্ডলীর সভাপতি দৈনিক সিলেটের ডাকের ফটো সাংবাদিক জাবেদ আহমদ, সিলেট প্রেস এর সম্পাদক-প্রকাশ ও দৈনিক সিলেট বাণীর ফটো সাংবাদিক ফয়ছল খাঁন, নির্বাহী সম্পাদক ও দৈনিক ভোরের পাতা’র সিলেট স্টাফ রিপোর্টার জাবেদ এমরান, বার্তা সম্পাদক কামরুজ্জামান, উপ-সম্পাদক মাজেদ আহমদ, স্টাফ রিপোর্টার রাকিব হাসান, আতিক চৌধুরী প্রমুখ।