• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জীবন সংগ্রামে এক সফল ব্যক্তিত্ব ছিলেন মরহুম মোঃ হাবিবুর রহমান

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৪, ২০১৯
জীবন সংগ্রামে এক সফল ব্যক্তিত্ব ছিলেন মরহুম মোঃ হাবিবুর রহমান

আধ্যাত্মিক রাজধানী দুটি পাতা একটি কুড়িঁর দেশ হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ এর স্মৃতি বিজড়িত পুণ্যভূমি সিলেট। সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দিতে জন্মগ্রহন করেন মরহুম মোঃ হাবিবুর রহমান। জীবন সংগ্রামে একজন সফল মানুষ ছিলেন তিনি। ক্ষণজন্মা মরহুম মোঃ হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী ছিলো বৃহস্পতিবার। জীবিত থাকাকালীন সময়ে তিনি সিলেট ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক বার বার নির্বাচিত সফল সভাপতি এবং প্রতিষ্টাতা সদস্য, আজীবন সদস্য ছিলেন, সিলেট দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের ধর্ম সম্পাদক মোঃ আহসান হাবিব জাবেদ এর পিতা হলেন, মরহুম মোঃ হাবিবুর রহমান। তিনি ছিলেন সিলেট বন্দর বাজারের ব্রক্ষময়ীবাজার প্রতিষ্টাতা সাবেক সদস্য ও সাধারণ সম্পাদক, বরইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ ও শাহী ঈদগাহ কমিটির সাবেক সদস্যও ছিলেন তিনি, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব¡ হিসেবে পরিচিতি ছিলো মরহুম মোঃ হাবিবুর রহমানের। তিনি সিলেট ইলেকক্ট্রিক্যাল ব্যবসায়ীদের নিয়ে প্রতিষ্টালগ্ন থেকে ঐকবদ্ধ ভাবে কাজ করে গেছেন। ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের বিভিন্ন প্রতিকূলতাকে ডিঙিয়ে সত্যতা নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করে গেছেন । মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান রহমান ইলেকট্রিক এ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করেছেন। মরহুম মোঃ হাবিবুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকীতে শীর্ষ স্থানীয় ব্যবসায়ী সংগঠন সিলেট ইলেক্ট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন, রাজনৈতিক ও সামাজিক মহলের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশের পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। প্রেস-বিজ্ঞপ্তি।