• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বর্ণিল আয়োজনে মোহনা টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১১, ২০১৯
বর্ণিল আয়োজনে মোহনা টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে মোহনা টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রবিবার (১০ নভেম্বর) রাত ৮ টায় জনপ্রতিনিধি, সুধিজন, আইনশৃঙ্খলকারী বাহিনীর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সবাইকে সাথে নিয়ে কেক কাটেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান এ. এ. চৌধুরী শিপারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, গ্রাম-বাংলার মানুষের প্রিয় চ্যানেল হচ্ছে মোহনা টিভি। সবাই আনন্দ পেতে পারে এমন অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মোহনা টিভির ১০ বছরে পথচলা আরো সুদীর্ঘ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিল’র সদস্য এড. এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আলী আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি’র সভাপতি আবু তাহের মো. সুয়েব, সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার সুয়েব আহমদ, মহনগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক হুমায়ুন আহদম মাশুক, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ শামীম (ভিপি শামীম), জেলা যুবলীগ নেতা শাহীন আহমদ, র‌্যাবের মিডিয়া ইউংয়ের প্রতিনিধি ইউনূস খান, হবিগঞ্জ রোটারিয়ান ক্লাব’র সভাপতি রোটারিয়ান মো. মদরিছ আলী টেনু, লন্ডন লুটন’র সাবেক মেয়র তাহের খান, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, নিসচা জেলা শাখার সহ-সভাপতি হাফিজ আব্দুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক জহিরুল ইসলাম মিশু, জেলা সহ সভাপতি রোটারিয়ান আব্দুর রহমান, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এইম ইন লাইফের চেয়ারম্যান সৈয়দ খিজির হোসেন এনু প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, ইমজা’র প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবির, সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, সজল ছত্রী, সমকালের সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ বাবলু, জয়যাত্রা টেলিভিশনের ব্যুরো প্রধান এস সুটন সিংহ, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, চ্যানেল ২৪ এর সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমদ, এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমদ, আরটিভির সিলেট প্রতিনিধি সুজাদ, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না, দৈনিক দিনকাল’র নির্বাহী সম্পাদক নাজমুল কবির পাভেল, দৈনিক মানকন্ঠ’র মৌলবীবাজার প্রতিনিধি বেলাল তালুকদার, আনন্দ টিভির সিলেট প্রতিনিধি টুনু তালুকদার, বাংলা টিভির সিলেট প্রতিনিধি কাইয়ুম উল্লাস, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি দ্বীগেন সিংহ, দৈনিক ভোরের সময়ের ব্যুরো প্রধান শাহীন আহমদ, বাংলা টিভির ক্যামেরা পার্সন আলমগীর, এটিএন বাংলার ক্যামেরা পার্সন ইকবাল মুনশি, এসএ টিভির ক্যামেরা পার্সন শ্যামানন্দ শ্যামল, এটিএন নিউজ’র ক্যামেরা পার্সন অনিল কুমার পাল, যমুনা টিভির ক্যামেরা পার্সন শাকিল আহমদ সোহাগ, টিসিজেএ’র সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন সামি, নিউজ টুয়েন্টিফোর’র ক্যামেরা পার্সন শফি আহমদ, মাছরাঙ্গা টিভির ক্যামেরাপার্সন শুভ্র দাস রাজন, মোহনা টেলিভিশনের সিলেট ক্যামেরা পার্সন জাকারিয়া মোহাম্মদ, চ্যানেল এস’র ক্যামেরা পার্সন রুহিন আহমদ, কামরুল হাসান, এনাম রহমান, গুলজার আহমদ, সাপ্তাহিক অপূর্ব সিলেটের সম্পাদক তৌহিদুল ইসলাম, দৈনিক মাতৃজগত এর সিলেট ব্যুরো প্রধান এমরান ফয়সল, দৈনিক সকালের সময়’র সিলেট প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম চৌধুরী, আনন্দ টিভির ক্যামেরা পার্সন বিপলু আহমদ, আব্দুল কাইয়ুম প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।